২০২৪ সালের সেরা বাংলা বই
এবছর (২০২৪) সালে বাংলা বই পড়েছি প্রায় ৩৫টি। কিছু বই ২০২৪শে প্রকাশিত, কিছু নয়। এগুলোর মধ্য থেকে সেরা বাছাই বেশ মুশকিল।
এবছর (২০২৪) সালে বাংলা বই পড়েছি প্রায় ৩৫টি। কিছু বই ২০২৪শে প্রকাশিত, কিছু নয়। এগুলোর মধ্য থেকে সেরা বাছাই বেশ মুশকিল। আরও অনেক ভালো বই যে নেই তাও না। এটা আমার পড়াগুলোর মধ্য থেকে বাছাই করা। যারা আমার পড়ুয়া স্বভাবের সাথে পরিচিত, তাদের জন্য এই তালিকা। হয়ত এখান থেকে কোন বই পড়ার আগ্রহ কারও মনে জাগতেও পারে। সেটাই আমার প্রাপ্য।
সেরা পাঁচঃ
ইহযৌবন - স্বকৃত নোমান (উপন্যাস, পাঠক সমাবেশ)
কুশল আদিত্যর জীবনজুড়ে ছায়া ফেলে থাকে কামিনী ফুলের মাদকতাময় ঘ্রাণ। সেই ঘ্রাণ যেন এক সেতু, যা তাকে ফিরিয়ে নিয়ে যায় চারুহাসিনী মদিনার স্মৃতিতে—যে রাতে তারা যৌবনের তুমুল উন্মাদনায় মেতে উঠেছিল। তবে সেই আনন্দ একসময় রূপ নেয় নিদারুণ বিষাদে।
কামিনীর ঘ্রাণ তাকে ঠেলে দেয় মধ্যযুগীয় কাহিনিকাব্যের আবেশে, ধনী হওয়ার মোহে বিভোর মশকর হুদার কল্পনায়, গুপ্ত গোয়েন্দা সংস্থার রহস্যে, কিংবা হিমঘরে রাখা এক বেওয়ারিশ নারীর লাশের পাশে। এই বৃত্তান্তে রয়েছে বোমা হামলায় নিহত এয়াকুত মস্তান, যে এক বৃষ্টিভেজা ভোরে অক্ষত ফিরে আসে কবর থেকে। কারু ছদ্মনামে নগরীর অলিগলি ঘুরে বেড়ায় সে, জ্যোৎস্নার আহ্বানে মত্ত উদয়, কিংবা ভূমিকম্প থেকে বাঁচতে নৌকায় আশ্রয় নেওয়া হারিস। পাশাপাশি দেখা মেলে নাম-পরিচয় হারানো ভয়ংকর খুনি ও কুয়াশার মাঝে হারিয়ে যেতে চাওয়া এক দুর্ধর্ষ চোরের।
স্বকৃত নোমানের এই উপন্যাস যেন রহস্যময় এক ভ্রমণ, যা পাঠককে বিস্ময়ের এক জগতে নিমগ্ন করে।
বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ আবুল আহসান চৌধুরী (প্রবন্ধ, অন্যপ্রকাশ)
বৃহত্তর বঙ্গদেশে হিন্দু ও মুসলমানের সহাবস্থান প্রায় হাজার বছরের পুরনো। ব্যতিক্রম কিছু ঘটনা বাদ দিলে, এই সম্পর্ক বেশিরভাগ সময়ই প্রীতিপূর্ণ ও সহনশীল ছিল। বাঙালি হিন্দু-মুসলমানের এই যৌথ জীবনযাপন দীর্ঘকাল ধরে সমাজের ভেতরে প্রবহমান ছিল, যা ধীরে ধীরে চিড় খেতে শুরু করে নানা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কার্যকারণে।
উনিশ শতকে কলকাতা-কেন্দ্রিক তথাকথিত নবজাগরণের ফলশ্রুতিতে তৈরি হয় ভ্রান্ত হিন্দু জাতীয়তাবাদ, যা জাতিগত ও সম্প্রদায়গত ঐক্যের ক্ষতি করে। এর অনুষঙ্গেই হিন্দু-মুসলমানের মধ্যে বিরোধ ও বিভাজন দৃশ্যমান হয়। এই বিদ্বেষের প্রকাশ সাহিত্যের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। উল্লেখযোগ্যভাবে, উনিশ শতকের কীর্তিমান আলোকিত মানুষদের অনেকেই এই বিভাজনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তবে তাদের মধ্যে পার্থক্য ছিল—কেউ প্রকাশ্যে সম্প্রদায়বিদ্বেষী, কেউ কিছু ক্ষেত্রে বিরূপ হলেও নিরপেক্ষতার চেষ্টায় নিয়োজিত, আবার কেউ ভিন্ন সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল ও মনোযোগী ছিলেন।
কয়েক দশক পর মুসলমান সমাজও পাল্টা জবাব দিতে শুরু করে, যদিও সেই প্রতিক্রিয়া তুলনামূলকভাবে দুর্বল এবং কখনো কখনো রুচির সীমা অতিক্রম করে।
এই প্রেক্ষাপটে বাংলার বিদ্বৎসমাজের পরধর্মীয় প্রতিবেশীদের প্রতি দৃষ্টিভঙ্গি ও মনোভাব বিশ্লেষণের জন্য আলোচিত হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ও লেখনী।
জলের উপর পানি - স্বপ্নময় চক্রবর্তী (উপন্যাস, দে'জ পাবলিশিং)
দেশভাগ এবং পরবর্তী ত্রাণ ও পুনর্বাসনের এলোমেলো প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসে ফুটে উঠেছে কলোনি জীবনের নিবিড় শব্দচিত্র। লেখক একজন সমাজবিজ্ঞানীর দৃষ্টিতে জীজীবিষার বহুমুখী প্রবাহকে দেখেছেন এবং দেখিয়েছেন।
উপন্যাসে বিশদে বর্ণিত হয়েছে বাংলার নাথ সম্প্রদায়ের কষ্ট, নমঃশূদ্রদের ব্যথা, এবং বিহারের ভূমিচ্যুত মুসলমান উদ্বাস্তুদের জীবনের গভীর বেদনা। ধারাবিবরণীমূলক এই কথকতার স্তরে স্তরে লুকিয়ে আছে ইতিহাস, দর্শন, এবং ধর্মতত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণ। লেখক ধর্মের বাহিরের জটিল অপ্রীতির কূটকেন্দ্রকে সযত্নে অনুসন্ধান করেছেন এবং কাহিনির ভেতরে দক্ষতার সঙ্গে বুনেছেন অজানা বহু তথ্য।
স্বপ্নময় চক্রবর্তীর অন্যান্য উপন্যাসের মতোই এটি তন্নিষ্ঠ গবেষণার ফসল, তবে লেখকের মতে এটি মূলত একটি প্রেমের উপন্যাস। আমাদের বিশ্বাস, এটি বাংলাসাহিত্যে অবশ্যপাঠ্য এক ধ্রুপদী রচনা হয়ে উঠবে।
আধুনিকতা পর্ব থেকে পর্বান্তর - তপোধীর ভট্টাচার্য (প্রবন্ধ, পুস্তক বিপণী)
'আধুনিক ছিল না, কখনো ছিল না'—এই উক্তির কৌতুকময় গভীরতায় লুকিয়ে আছে আধুনিকতা, আধুনিকতাবাদ এবং আধুনিকোত্তর চিন্তাভাবনার অন্তর্নিহিত জিজ্ঞাসা, যা আজও অমীমাংসিত। আধুনিকতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিয়ে বিতর্ক মিটতে না মিটতেই এসে পড়েছে নব্য আধুনিকতা ও উত্তর আধুনিকতার প্রশ্ন, যা বিশ শতকের অন্তিম চার দশকে তত্ত্বচিন্তায় এক বিপ্লব এনেছে।
ইউরোপের মানবিকী বিদ্যাচর্চার বহুমাত্রিক অভিঘাত যেমন স্পষ্ট, তেমনই ভুবনায়নের প্রভাবে বাঙালি চিন্তাধারাও আলোড়িত হয়েছে। সময় নিজেই যখন দাহ্য ও দাহক, তখন সাহিত্য, সমাজ, ও শিল্পের সংবেদনশীল বিষয় নিয়ে তৈরি হয়েছে নতুন পাঠ, নতুন ভাষ্য। পরিবর্তিত নান্দনিকতার তাৎপর্য উপলব্ধি করতে প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গি ও নতুন লেখার কাঠামো।
রূপান্তরপ্রবণ এই মানববিশ্বে আধুনিকতার ধারণা আমূল পুনর্বিবেচনার দাবি জানায়। সাহিত্য, দর্শন, সমাজতত্ত্ব, ইতিহাস এবং নন্দনতত্ত্বে চলমান আলোড়ন সংগ্রহ করে এই বইটি উপস্থাপন করেছে তাত্ত্বিক বিচার ও বিশ্লেষণমূলক প্রতিবেদন।
তত্ত্বচিন্তার মূল বৈশিষ্ট্যই হলো, এখানে শুধুই নতুন শুরু আছে, কিন্তু কোনো চূড়ান্ত বিন্দু নেই। এই বই সেই সত্যকে নানা প্রতিপ্রশ্নের মাধ্যমে উন্মোচিত করেছে।
কবির ছাপাখানা - রামকুমার মুখোপাধ্যায় (প্রবন্ধ, লালমাটি)
১৯১৭ সালের গোড়ায় নেব্রাস্কার লিংকন শহরে বক্তৃতা দিতে গিয়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের ছাত্রদের জন্য একটি ছাপাখানা উপহার পান সেখানকার অধিবাসীদের কাছ থেকে। প্রথম বিশ্বযুদ্ধের কারণে অনেক কাঠখড় পুড়িয়ে সেটি দেশে আনা হয়। তবে ইংরেজ সরকার অনুমতি দিতে গড়িমসি করেছিল, কারণ কবির কোনো লেখা শাসককে আক্রমণ করে কিনা, তা নিয়ে তাদের সংশয় ছিল। শেষ পর্যন্ত অনুমতি মিললে সুকুমার রায় শান্তিনিকেতনে যান ছাপার কাজ শেখাতে।
ছাপাখানা চালু হলে রবীন্দ্রনাথ অনুভব করেন, দেশীয় রূপে একটি প্রকাশনা প্রতিষ্ঠার প্রয়োজন। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, যা বাংলা বইয়ের রূপ, রং, আকার, বিন্যাস, এবং বিজ্ঞাপনে এক নতুন ধারা নিয়ে আসে।
বর্তমান বইটিতে শুধু বিশ্বভারতী ছাপাখানা ও প্রকাশনার কথা নয়, বরং আরও আঠারোটি লেখা অন্তর্ভুক্ত রয়েছে। নোবেল পুরস্কার পাওয়ার পর রবীন্দ্রনাথের পাঁচ সপ্তাহের কাজ, পুলিনবিহারী সেন, নবকান্ত বরুয়া, বিনোদিনী দেবী, রঘুমণি শর্মা, আমিনউদ্দিন, স্বপন গুপ্ত ও সূর্যদাদার মতো ব্যক্তিত্বদের কথাও এতে রয়েছে, যাঁরা রবীন্দ্রনাথকে তাঁদের হৃদয়ে ধারণ করেছিলেন।
বাকিগুলোঃ
ব্যক্তিগত নোটবই - আল্লামা মুহাম্মদ ইকবাল অনুবাদ জাভেদ হুসেন
পান্তাভাতে গুলজার
লেখা নিয়ে লেখা - আনিসুল হক
আদিপাপের পরের পাপ - মোজাফ্ ফর হোসেন
বাঙলাদেশে গণতান্ত্রিক সংগ্রাম - বদরুদ্দীন উমর
রঙ্গরসের গল্পসমগ্র শামসুজ্জামান খান
এক জীবনে টেলিভিশন ফরিদুর রেজা সাগর
অসীমের ভেলা - বাংলা সাহিত্যের সেরা কবিতার সংগ্রহ আবদুল্লাহ আবু সায়ীদ
মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি জীবন যুদ্ধ - আনিসুল হক (সম্পাদক)
সংস্কৃতির সংকট ও বুদ্ধিজীবী ২য় - অনিল আচার্য
সংস্কৃতির সংকট ও বুদ্ধিজীবী ১ম - অনিল আচার্য
আমি বক্তৃতা দিতে আসি নি - গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
গগনেন্দ্রনাথ ঠাকুরের কার্টুনে হিন্দুত্ববাদ
চিহ্ণ-বদল চিহ্র-দখল বাংলা ব্যঙ্গ-চিত্র-কথায় নারী
রবীন্দ্রগানের আরও গল্প
রবীন্দ্র গানের গল্প
বাঘা যতীন - সোনালী দত্ত
দক্ষিণের বারান্দা - মোহনলাল গঙ্গোপাধ্যায়
লেখক-সঙ্গ স্মৃতি আনন্দ - আনিসুল হক
হেমলকের নিমন্ত্রণ - সুজন দেবনাথ
কাব্যপরিক্রমা রবীন্দ্রনাথ - অজিতকুমার চক্রবর্তী
রুপদি উর্দু গজল - জাভেদ হুসেন
লেখালেখির অন্তর্কথন - তাপস ভৌমিক
পাণ্ডুলিপি থেকে প্রুফ সংশোধন - জ্যোতির্ময় সেনগুপ্ত
টেলিভিশন আরেক জীবন - ফরিদুর রেজা সাগর
৭১ - সাদিয়া সুলতানা
নারী ইতিহাস: নানা প্রসঙ্গ - অপর্ণা বন্দ্যোপাধ্যায়
বাংলায় স্মৃতির পেশা ও পেশাজীবীরা প্রথম খণ্ড - সুজন বন্দ্যোপাধ্যায়
পুরোনো চাল - স্বপন চক্রবর্তী
পুঁথির ইতিবৃত্ত, প্রথম ও দ্বিতীয় খণ্ড - অণিমা মুখোপাধ্যায়, অনিল আচার্য
হ্যাপি রিডিং