১৯১৯ সালের নভেম্বরে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের উত্তরের খোলা প্রান্তরে মাটির বাড়িতে বসবাস শুরু করেন। মাথার চাল ছিল খড়ের, দরজা-জানালা দরমার, আর ঘরের মেঝে কাঁকরের পেটানো। শুধু স্নানের ঘরের মেঝে ছিল পাকা। প্রকৃতির মাঝেই ছিল তাঁর এই নতুন বাসস্থান।
Share this post
রবীন্দ্রনাথের কোণার্ক ও লিংকন প্রেসের কাহিনি
Share this post
১৯১৯ সালের নভেম্বরে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের উত্তরের খোলা প্রান্তরে মাটির বাড়িতে বসবাস শুরু করেন। মাথার চাল ছিল খড়ের, দরজা-জানালা দরমার, আর ঘরের মেঝে কাঁকরের পেটানো। শুধু স্নানের ঘরের মেঝে ছিল পাকা। প্রকৃতির মাঝেই ছিল তাঁর এই নতুন বাসস্থান।